গণতন্ত্র তৃণমূল পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে : এলজিআরডিমন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের হাতে জনগণের ক্ষমতা তুলে দিতেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে হওয়ায় গণতন্ত্রের শেকড় তৃণমূল পর্যায়ে গিয়ে পৌঁছাতে শুরু করেছে। গ্রামগঞ্জের মানুষ ইতিমধ্যেই এর সুফল পেতে শুরু করেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের বার্ষিক সম্মেলনে এ কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
এলজিআরডিমন্ত্রী বলেন, ‘দেশের সব মানুষেরই রাজনীতি করার মৌলিক অধিকার আছে। এ অধিকার প্রতিষ্ঠার জন্যই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আয়োজন। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে।
অনুষ্ঠানে একটি বাড়ী একটি খামার প্রকল্পের সাফল্যের বিবরণ তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, “বর্তমানে দেশে ৪০ হাজারের বেশি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পভুক্ত সমিতি আছে। এ সমিতিগুলোকে নিবন্ধনের মাধ্যমে সমবায় সমিতিতে রূপান্তর করা হবে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতি ও উন্নতি হবে।” এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২২ লাখ দরিদ্র মানুষ উপকৃত হয়েছে বলে জানান তিনি।
জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি মো. ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের প্রমুখ।