ফরিদপুরে স্থানীয় সরকারমন্ত্রী
২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডিমন্ত্রী) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। পুরোনো ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উন্নয়নের অব্যাহত ধারায় বাংলাদেশ ২০২১ সালে শুধু মধ্যম আয়ের দেশই হবে না, ২০৪১ সালে উন্নত দেশেও পরিণত হবে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের নারী শিক্ষার অনন্য প্রতিষ্ঠান সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, শিক্ষিত মা-ই পারে শিক্ষিত জাতি উপহার দিতে। আর শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান ও প্রধান শিক্ষিকা শাহজাদী বেগম উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ও অতিথিরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।