ফরিদপুরকে অচিরেই বিভাগ ও সিটি করপোরেশন ঘোষণা

ফরিদপুরকে অচিরেই বিভাগ ও সিটি করপোরেশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।
বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে এলজিআরডিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। তিনি বলেন, ফরিদপুর শহরের বাইপাস সড়কের পাশে ১০০ কোটি টাকা ব্যয়ে তিন একর জায়গা নিয়ে বস্ত্র ইনস্টিটিউট গড়ে তোলা হবে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার, সাধারণ সম্পাদক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, আবুল কাশেম, আব্দুল আজিজ, রাজ্জাক মোল্লা, অ্যাডভোকেট অনিমেষ রায় প্রমুখ।
এর আগে সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম।
উদ্বোধনী পর্ব শেষে নতুন নেতৃত্ব নির্বাচনে সন্ধ্যায় কাউন্সিল অধিবেশন শুরু হয়।