মান্নাকে কেন জামিন নয় : হাইকোর্ট

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দুই মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিনা বিচারেই মান্নাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। তিনি হৃদযন্ত্রের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এ কারণে জামিনের আবেদন করেছিলাম। তবে আদালত জামিন না দিয়ে রুল জারি করেছেন।’
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ২৩ ফেব্রুয়ারি নিজ বাসা থেকে মান্নাকে ধরে নিয়ে যায় সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৫ ফেব্রুয়ারি তাঁকে আটকের কথা স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এরপর সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে উসকানি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে গুলশান থানায় ২৪ ফেব্রুয়ারি একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ৫ মার্চ একই থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাঁর বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় তিনি কারাগারে রয়েছেন। তবে কোনো মামলারই এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি।