মাহমুদুর রহমান মান্না হাসপাতালে

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
রাষ্ট্রদ্রোহের মামলায় রিমান্ডে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের কর্তব্যরত পরিদর্শক মোজাম্মেল হকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১১টার দিকে মান্নাকে হাসপাতালে নিয়ে যায়।
গত ২৪ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী পুলিশ বনানীর একটি বাড়ি থেকে মান্নাকে তুলে নিয়ে যায়। পরে র্যাব তাঁকে আটক করে বিষয়টি নিশ্চিত করে এবং গুলশান থানায় হস্তান্তর করে।