এবার নিঃশর্ত ক্ষমা চাইলেন আরেক মন্ত্রী

প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে মন্তব্য করে আদালত অবমাননা করায় এবার নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে লিখিতভবে আবেদন জমা দেন মোজাম্মেল হক।
এই বিষয়ে তাঁর আইনজীবী আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী আমরা লিখিত ব্যাখ্যা আদালতে জমা দিয়েছি। আবেদনে নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া হয়েছে। আদালত ও বিচারপতিদের প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী শ্রদ্ধাশীল। আগামীকাল সকালে মন্ত্রী শুনানিতে অংশ নেবেন।’
প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করে আদালত অবমাননা করায় এর আগে আজ বেলা ১২টার দিকে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে গত ৫ মার্চ রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক। প্রধান বিচারপতি তাঁর আসনে থাকতে চাইলে ‘অতিকথন’ বন্ধ করা উচিত বলেও এক মন্ত্রী পরামর্শ দেন।
একই সঙ্গে মীর কাসেম আলীর মামলায় আপিল বিভাগের শুনানিতে প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতে তাঁকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে ওই মামলায় পুনরায় শুনানি করার আহ্বান জানান দুই মন্ত্রী।
এরপর আগামীকাল (১৫ মার্চ) সকাল ৯টায় দুই মন্ত্রীকে আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।