ফেসবুকে প্রতারণা, ভৈরবে দুই যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন শাহাবুদ্দিন চৌধুরী তুহিন (২৫) ও জুয়েল মিয়া (৩০)। তাঁদের মধ্যে তুহিনকে শহরের নিউটাউন এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আর জুয়েলকে বঙ্গবন্ধু সরণি এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তুহিনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতি গ্রামে। আর জুয়েলের বাড়ি ভৈরব সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, জুয়েল ও তুহিন পরস্পরের বন্ধু। তাঁরা এক নারী বন্ধুর সহায়তায় ফেসবুকে ভিন্ন ভিন্ন নামে ভুয়া আইডি খোলেন। তাঁরা লোকজনের আইডি হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন কুৎসামূলক স্ট্যাটাস দেওয়া ও অশ্লীল ছবি ট্যাগ করছিলেন। এ চক্রটির শিকার হন প্রবাসীদের স্ত্রী, যুবতী, উঠতি ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুলিশ আরো জানায়, জুয়েল ও তুহিন বিভিন্নজনের ছবি বিকৃত করে সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে মোবাইলে এসএমএসের মাধ্যমে হুমকি দিয়ে আসছিলেন। এর মাধ্যমে তাঁরা বিভিন্নজনের কাছে টাকা আদায় করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে বলেন, ভুক্তভোগীরা গত তিন মাসে ভৈরব থানায় ১৫ থেকে ২০টি মৌখিক ও লিখিত অভিযোগ করেন। ওই সব অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে দুজনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে।
ওসি আরো বলেন, ওই নারী সদস্যসহ বাকিদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত থাকবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তিসহ প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।