‘বিদ্রোহী’ প্রার্থীদের বহিষ্কার করল আ.লীগ

আগামী ২২ মার্চ অনুষ্ঠেয় প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে তৃতীয় দফা ইউপি নির্বাচন বিষয়ে দলের সম্পাদকদের সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানান, পরবর্তী ধাপগুলোতেও যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে এই নির্বাচনে অংশ নেবেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেবেন। পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া দলের বিদ্রোহী প্রার্থীদের আগামী কার্যনির্বাহী সংসদের সভায় স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানান হানিফ। তৃতীয় দফা ইউপি নির্বাচনের ৭১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তালিকা যাচাই-বাছাই শেষে তিন দিনের মধ্যে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। আগামী ২৮ মার্চের আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের তারিখ পেছানো হতে পারে বলেও জানান তিনি।
হানিফ হলেন, ‘আগামী ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম ধাপে যাঁরা দলের প্রার্থীর বিপক্ষে হয়েছেন, তাঁদের প্রত্যেককেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যেসব নেতাকর্মী কাজ করবেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক সম্পাদকদের রিপোর্ট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’