মীর কাসেমের ফাঁসি দ্রুত কার্যকরের আশা হানিফের

জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় দ্রুত কার্যকরের আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে তিনি এ আশা প্রকাশ করেন।
হানিফ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এ রায় জাতির প্রত্যাশিত রায়। এ রায়ে জাতি সন্তুষ্ট। আমরা আশা করি যে, এ রায় বাস্তবায়নের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে যাবে। এবং বাকি যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করে আমরা জাতিকে পরিপূর্ণভাবে কলঙ্কমুক্ত করতে চাই।’
সকাল পৌনে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন—বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান।
মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফাঁসি বহাল রাখেন আপিল বিভাগ। এ ছাড়া আজ রঞ্জিত দাস, টুন্টু সেন হত্যার দায় থেকে মীর কাসেম আলীকে খালাস দেওয়া হয়েছে।