ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আজ বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর শুনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের আতঙ্কিত রোগীরা দৌড়াদৌড়ি করে নিচে নেমে আসে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের তিন তলার অতিরিক্ত ক্যান্টিলিভারের (ব্যালকনির) ছাদে আগুন লাগে। হাসপাতাল চালুর পর ছয়তলা থেকে নিচে ফেলা বর্জ্য, নোংরা কাপড়-চোপর ও গজ ব্যান্ডেজের স্তূপ জমেছিল সেখানে। অসাবধানতা বশত কেউ ওপর থেকে সিগারেট বা জলন্ত দিয়াশলাইয়ের কাঠি নিচে ফেলে দেওয়ায় সেখানে আগুন জ্বলে ওঠে। আগুন ঘণ্টাব্যাপী জ্বলছিল।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিচ থেকে এবং অপর দল চারতলার তালা কেটে ভেতর থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনে।