শ্রীনগরে ভয়াবহ আগুনে ১৯ দোকান পুড়ে ছাই

শ্রীনগরে ভয়াবহ আগুনে ১৯ দোকান পুড়ে ছাই। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে শ্রীনগর রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর ৪টার দিকে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান, মুদি দোকান, চায়ের দোকান, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর ও ফটোকপির দোকান ছিল। এতে স্থানীয় ব্যবসায়ীদের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং অনেকে তাদের একমাত্র আয়ের উৎস হারিয়েছেন।
তিনি আরও জানান, কীভাবে আগুন লেগেছে এবং মোট কত টাকার ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।