একই পরিবারের ৮ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশালের নজরুল মল্লিক হত্যার দায়ে বাবা-ছেলেসহ একই পরিবারের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার জেলার অতিরিক্ত দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাটাখালী গ্রামে পবিত্র ঈদুল ফিতরের দিন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা দিনদুপুরে নজরুল মল্লিককে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নজরুল মল্লিকের ছেলে দেলোয়ার হোসেন মল্লিক বাদী হয়ে একই গ্রামের আজিজুল মল্লিক (৫৫), তাঁর ছেলে হীরা মল্লিক (২৯), ভাই লালু মল্লিক (২৫), বাবুল মল্লিক (২৫), চাচাতো ভাই মুসা মল্লিক (২৬), জিয়ারুল মল্লিক (২১), আলম মল্লিক (২২), আব্দুল হাই মল্লিক (৪০) ও মুসা মল্লিককে (২২) আসামি করে ত্রিশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আটজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে নজরুল মল্লিক হত্যা মামলার রায়ে বাবা-ছেলেসহ একই পরিবারের আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
মামলার রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা সবাই জেলহাজতে রয়েছেন।