মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানো শাহপরান কারাগারে

কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে শাহপরানকে গ্রেপ্তার করে র্যাব। পরে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে তার সংশ্লিষ্টতার বিষয়টি জানানো হয়।
আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার (৬ জুলাই) তার রিমান্ড আবেদন করবেন।
গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ওই নারীকে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ২৯ জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ফজর আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মামলার অন্য চার আসামি সুমন, রমজান, আরিফ ও অনিককে গত ৩ জুলাই তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।