ফরিদপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সকড়িকান্দি গ্রামে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাজা পাওয়া যুবকের নাম কলিন্স শেখ (২৪)।
আজ বুধবার বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন।
রায় শেষে সরকারি কৌঁসুলি বাবু মোল্লা ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের জানুয়ারি মাসে কিশোরীকে ধর্ষণ করে ও মোবাইল ফোনে ছবি তুলে রাখেন কলিন্স শেখ। এ ব্যাপারে মধুখালী থানায় মামলা হলে পুলিশ ধর্ষক কলিন্স শেখকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা দেন।