ময়মনসিংহে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

ময়মনসিংহ শহর থেকে আজ রোববার দুপুরে মো. আজম নামের একজনকে গ্রেপ্তার করেন এপিবিএন ২-এর সদস্যরা। ছবি : এপিবিএন
ময়মনসিংহ শহর থেকে আজ রোববার দুপুরে মো. আজম নামের একজনকে গ্রেপ্তার করেছেন এপিবিএন ২-এর সদস্যরা। এ সময় তাঁর কাছে ৩৮০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
এপিবিএন ২-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহীমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
অপারেশন অফিসার ইব্রাহীম বলেন, মাদক ব্যবসায়ী মো. আজম ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আজমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন। জব্দ করা ইয়াবা ময়মনসিংহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এপিবিএন ৫-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার)
এ এস এম হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।