মাকে হত্যা : একদিন পর পলাতক ছেলে গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের সমস্ত বানু (৭০) হত্যার ঘটনায় তাঁর ছেলে জামাল হোসেনকে গতকাল দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের সমস্ত বানু (৭০) হত্যার ঘটনায় তাঁর ছেলে জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর থেকে জামালকে (৩০) গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাসেম জানান, ২৬ জানুয়ারি মা সমস্ত বানুর কাছে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়া হয়। একপর্যায়ে জামাল ক্ষিপ্ত হয়ে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে পালিয়ে যায়।
পুলিশ জামালের মোবাইল ট্র্যাকিং করে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মালিবাড়ির ভাড়া করা একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে বলে জানান এসআই।