গোপালগঞ্জে ২১ কেজি গাঁজাসহ আটক ২

গোপালগঞ্জে ২১ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ঢাকার মিরপুরের বাসিন্দা মাহতাব মনির (৪১) ও একই এলাকার বাসিন্দা ওয়াসিম সিদ্দিকী (৪৮)।
র্যাব-১০ জানায়, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১ কেজিসহ দুই যাত্রীকে আটক করা হয়।
র্যাব-১০ এর পরিদর্শক (এসআই) আবুল হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ (বুধবার) তাদের আদালতে পাঠানো হয়েছে।