রেডিওতে উপস্থাপনা করবেন সাকিব

বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানকে খুব শিগগিরই একটি বেসরকারি রেডিওর উপস্থাপক হিসেবে পাওয়া যাবে। সরাসরি সম্প্রচারিত ক্রিকেটবিষয়ক এই অনুষ্ঠানে শ্রোতারা সরাসরি প্রশ্নও করতে পারবেন তাঁকে।
আজ মঙ্গলবার দুপুরে খুলনা সিটি ইন হোটেলে ‘রেডিও ধ্বনি’ নামে ওই বেসরকারি রেডিওর সঙ্গে সাকিব আল হাসান এ-সংক্রান্ত এক চুক্তি সই করেন।
এ বিষয়ে সাকিব আল হাসান জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে সর্বসাধারণের সঙ্গে যোগাযোগ রাখার সুযোগ পাওয়া যাবে, যা তাঁকে আগামী প্রজন্মের ক্রিকেটার তৈরিতে বড় ভূমিকা রাখতে সহায়তা করবে।
উপস্থাপক হিসেবে কাজ করার কোনো অভিজ্ঞতা না থাকলেও নতুন এ কাজকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন সাকিব।
আগামী দুই বছরের জন্য এই চুক্তিতে সই করেন সাকিব। ফেব্রুয়ারি থেকে রেডিও ধ্বনিতে সপ্তাহে একটি এবং মাসে চারটি অনুষ্ঠান করার সুযোগ পাবেন তিনি।
এ সময় রেডিও ধ্বনির ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হুসাইন রনি, নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব ও প্রধান বার্তা সমন্বয়কারী শরীফ মুজিব উপস্থিত ছিলেন।
সাকিব আল হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা দলের জন্য খুবই প্রয়োজন ছিল। তবে টি-টোয়েন্টি ম্যাচের ধরনই এমন যে, যে কোনো সময় যে কেউ জিতে যেতে পারে। এখানে ছোট বা বড় দল বলে কোনো কথা নেই।’
আসন্ন এশিয়া কাপ সম্পর্কে সাকিব বলেন, ‘এই সিরিজে ভুল-ত্রুটি সুধরে নেওয়া হয়েছে। দলের সবাই পেশাদার। এখানে মনোবল নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি, ম্যাচে কখন কী করতে হবে। এশিয়া কাপে তার প্রতিফলন দেখা যাবে।’