ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় জামায়াত-বিএনপি জড়িত : কামরুল

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্র-ব্যবসায়ী-পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়াবাসী আয়োজিত মানববন্ধনে মন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস আরো জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় জামায়াত-বিএনপি জড়িত। স্বাধীনতাবিরোধী চক্র সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিকেন্দ্র ও জাদুঘরে হামলা চালিয়েছে। ফুটেজ দেখে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
কামরুল বলেন, ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁর যেসব স্মৃতি সেদিন ধ্বংস করা হয়েছে, অর্থ দিয়ে তা পরিমাপ করা যাবে না। এঁরা আমাদের ঐতিহ্যের ওপর আঘাত হেনেছে। আমাদের সংস্কৃতির ওপর আঘাত হেনেছে। এর পেছনে জামায়াত আছে। বিএনপি আছে। এর পেছনের একাত্তরের ঘাতক, মৌলবাদী ও জঙ্গিবাদী শক্তির মদদ রয়েছে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র গত ১১ ও ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজড়িত সঙ্গীতায়ন ও ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি কেন্দ্রসহ বেশ কয়েকটি সংস্কৃতি কেন্দ্র ভাঙচুর করে আগুন দেয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।