নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির

পৌরসভা নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। ভোটগ্রহণের আগের দিন আজ মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি এ আহ্বান জানান।
নির্বাচনে কেউ অনিয়ম তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন কাজী রকিব। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সাংবাদিকরা ভোটকক্ষে অবাধে যেতে পারবেন জানিয়ে সিইসি বেশি সময়অবস্থান না করার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহ্বান জানাচ্ছি। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যান, যাকে পছন্দ তাকে ভোট দিন।’
নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে সিইসি বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত নির্বাচন কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব আইন মোতাবেক নিরপেক্ষভাবে পালনের নির্দেশ দিচ্ছি। নির্বাচনে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব এবং দায়িত্বে শৈথিল্য বরদাশত করব না। অনিয়মের অভিযোগ ওঠায় এরই মধ্যে দুজন রিটার্নিং কর্মকর্তা ও কয়েকজন ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’
নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কাজী রকিব বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রে নির্বাচনী মালামাল নিরাপদে পৌঁছে গেছে। পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রথমে আমরা যে প্ল্যান করেছিলাম, তার চেয়ে অনেক বেশি হারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে বিজিবি যথেষ্ট মোতায়েন করা হয়েছে। নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।’
কমিশনের বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সিইসি বলেন, ‘রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্যের ওপর আমি কিছু বলতে চাই না। আমরা বিএনপি, আওয়ামী লীগ বা স্বতন্ত্র প্রার্থী বলে কোনো বিচার করছি না, করব না। কোনো অভিযোগ পেলে যাচাই করে ব্যবস্থা নিচ্ছি। অতীতে ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতেও আইন মোতাবেক ব্যবস্থা নেব। আমরা অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপ্রাণ চেষ্টা করছি।’