বড়দিনে বাড়ি যাওয়া হলো না মাঞ্জুরীর!

ধর্মীয় উৎসব বড়দিনে বাড়ি যাওয়া হলো না মাঞ্জুরীর (৩৪)। ঢাকা থেকে সুনামগঞ্জে বাড়ি যাওয়ার পথে নেত্রকোনার কলমাকান্দায় বাসচাপায় নিহত হয়েছেন এই আদিবাসী নারী। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গুতুরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাঞ্জুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরের ইছানগর গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ জানান, আজ দুপুরে ভাড়া করা মোটরসাইকেলের পেছনে বসে মাঞ্জুরী ঢাকা থেকে সুনামগঞ্জে তাঁর গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কলমাকান্দার গুতুরা বাজারে মোটরসাইকেল থেকে পড়ে যান। পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।