নেত্রকোনার মদনে পাঁচ মেয়র পদপ্রার্থীর লড়াই

ভোটের বাকি আছে আর মাত্র কয়েক দিন। তাই নেত্রকোনার মদন পৌরসভার প্রার্থীরা বিরামহীন ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শেষ মুহূর্তে নিজেদের পক্ষে ভোট নিতেই সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের এই গণসংযোগ।
নেত্রকোনার এ পৌরসভার পাঁচ মেয়র পদপ্রার্থী একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের কাছে। ভোটে নানা কৌশল অবলম্বন করে চালাচ্ছেন প্রচারকাজ।
নেত্রকোনা জেলার কৃষিনির্ভর হাওর উপজেলায় মদন পৌরসভা ২০০১ সালে প্রতিষ্ঠিত তৃতীয় শ্রেণির পৌরসভা। এ এলাকার ভোটার সংখ্যা ১০ হাজার ৮৬৭ জন। এর মধ্যে নারী ভোটার পাঁচ হাজার ৪২৯ ও পুরুষ ভোটার পাঁচ হাজার ৪৩৮ জন।
নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন এ কে এম সাইফুল ইসলাম হান্নান, ধানের শীষ প্রতীক নিয়ে মো. মাশরিকুর রহমান বাচ্চু। জাতীয় পার্টির প্রার্থী হয়েছেন মো. ফিরোজ খান। স্বতন্ত্র প্রার্থী দুজনের একজন বর্তমান মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, অন্যজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবদুল হান্নান তালুকদার।
ভোট প্রার্থনায় তাঁদের প্রতীক নিয়ে বাড়ি বাড়ি ও শহরের আনাচে-কানাচে ছুটছেন প্রার্থীরা, চাইছেন দোয়া ও ভোট।
দলীয়ভাবে নির্বাচন হওয়ায় তেমন কোনো আমেজ না থাকলেও কাকে নির্বাচিত করবেন ভোটাররা আর কে বসবেন নবনির্মিত পৌরভবনে, তা দেখার পালা জনগণের।