নেত্রকোনায় মধুমাছি কচি-কাঁচার সম্মেলন

নেত্রকোনার ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন মধুমাছি কচি-কাঁচার মেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় সংগঠনের কার্যালয়ের প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন ভূইয়া এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন নেত্রকোনা জেলা বণিক সমিতির সভাপতি হাজি আব্দুল ওয়াহেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিচারপতি কামরুল কাদের, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, ব্যবসায়ী কামরুল ইসলাম, হাজি এইচ আর খান পাঠান সাখি প্রমুখ।
পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।