নেত্রকোনায় সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পরিচিতি সভা

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ নেত্রকোনা জেলা শাখার ৫১ সদস্যের কার্যকরী নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হল মিলনায়তনে পরিচিতি সভা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এম এ হান্নান, মহাসচিব মো. নোমানুজ্জামান আজাদ, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কালেক্টরেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আমির হামজা প্রমুখ।
বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কালেক্টরেট জেলা ইউনিটের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. আমজাদ হোসেন ও যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠান পরিচালনা করেন। পরিচিতি ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।