নেত্রকোনার পূর্বধলায় বিদ্যালয়ের ভবন উদ্বোধন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নে হাটকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে ভবনটির উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন অধিদপ্তরের তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৭ লাখ ২৬ হাজার টাকা ব্যয়ে এই নতুন ভবন নির্মান করা হয়।
ভবন উদ্বোধন উপলক্ষে পূর্বধলা হাটকান্দা সরকারি বিদ্যালয় মাঠে আগিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুকশেদ আলী শেখের সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ারেসাত হোসেন বেলাল।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন প্রমুখ।