অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির নেত্রকোনা কমিটি গঠন

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির নেত্রকোনা জেলা শাখার সভাপতি আলহাজ এইচ আর খান পাঠান সাকী (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক উজ্জ্বল সাহা। ছবি : এনটিভি
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির নেত্রকোনা জেলা শাখার সভাপতি পদে আলহাজ এইচ আর খান পাঠান সাকী ও সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল সাহা নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়া মিতালী সংঘের কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জেলার ১০টি উপজেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ মিল মালিকদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এইচ আর খান পাঠান সাকী। উজ্জ্বল সাহার সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন অধ্যক্ষ রঞ্জিত সাহা, হাজি গোলাম মোস্তফা, জীবন সাহা, জহিরুল হক হীরাসহ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির নেতারা।
জেলার ১০টি উপজেলার কমিটির সভাপতি-সম্পাদকসহ জেলা কমিটির নেতা ও মিল মালিকরা সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির সভাপতি ও সম্পাদক পদের দুটি নাম ঘোষণা করেন।