নেত্রকোনা মুক্ত দিবস পালিত

৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস। স্মৃতিসৌধ ও শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভাসহ নেত্রকোনায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে দিবসটি।
জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ বুধবার সকালে সাতপাই স্মৃতিসৌধ ও শহীদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক হলের সামনে থেকে জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীনের নেতৃত্বে বিজয় র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হলে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত নেত্রকোনা জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। রণাঙ্গনে এখানকার প্রায় তিন হাজার মানুষ সরাসরি যুদ্ধে অংশ নেন। স্বাধীনতা অর্জনে প্রাণ দিতে হয় ৬০ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় এক হাজার সাধারণ মানুষকে।
নেত্রকোনাকে মুক্ত করার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর তিন দিক থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ৯ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা কৃষি ফার্ম এলাকায় অ্যাম্বুশ পেতে হানাদারদের ওপর আক্রমণ করেন। এ সময় সরাসরি যুদ্ধে শহীদ হন আবদুল জব্বার, আবদুর রশিদ ও আবদুর সাত্তার। এই যুদ্ধে বহু পাকিস্তানি সেনা ও রাজাকার নিহত হন। অবশেষে পাকিস্তানি সেনারা পালিয়ে যেতে বাধ্য হন। হানাদারমুক্ত হয় নেত্রকোনা।