নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

নেত্রকোনা সদর উপজেলার বাংলাবাজারে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে টেম্পো ও মোটরসাইকেলের সংঘর্ষে এ কে এম সিরাজুল ইসলাম খান (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
নিহত শিক্ষক কলমাকান্দা উপজেলার রানীগাঁও গ্রামের পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার রানীগাঁও গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্কুল থেকে নেত্রকোনা ফেরার পথে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।