সিলেটে অনুষ্ঠিত হলো মোজো ইন্ট্রা ইউনি ফুটবল

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মোজো ব্র্যান্ডের উদ্যোগে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে মোজো ইন্ট্রা ইউনি ফুটবল-২০১৫। ছবি : এনটিভি
বিশ্ববিদ্যালয় ছাত্রদের কাছে ফুটবল খেলাকে জনপ্রিয় করার লক্ষ্যে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মোজো ব্র্যান্ডের উদ্যোগে শুরু হয়েছে মোজো ইন্ট্রা ইউনি ফুটবল-২০১৫। দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের মধ্যে আজ শেষ হলো সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট টু ডিমার্টমেন্ট টুর্নামেন্ট।
এতে ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ২০টি দল অংশ নেয়। বিকেলে সিলেট এমসি কলেজ ছাত্রাবাস মাঠে ফাইনাল ম্যাচে বিবিএ-২৯ ব্যাচকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিবিএ-৩৩ ব্যাচ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. সালেহ উদ্দিন আহমদ।
এ সময় বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিলেট বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক এস এম শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।