নেত্রকোনার অসহায় শীতার্তদের পাশে এনটিভি

নেত্রকোনায় অসহায়-দরিদ্র শীতার্তদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভি। গতকাল শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
হাওর ও পাহাড়বেষ্টিত হওয়ায় নেত্রকোনায় দেশের অন্য স্থানের তুলনায় শীতের তীব্রতা বেশি। নেত্রকোনা জেলার কৃষিপ্রধান ও মৎস্যভাণ্ডার হিসেবে খ্যাত মোহনগঞ্জ উপজেলা প্রত্যন্ত হাওর অঞ্চল। তাই এ অঞ্চলের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবে প্রতিবারের মতো এবারও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এনিটিভি। তিন শতাধিক মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
মোহনগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুননাহার বুলবুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, মোহনগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মো. গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম বেগ, মো. আবদুল হান্নান, গাগলাজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, এনটিভির সহকারী ম্যানেজার (অ্যাডমিন) মো. আসাদুজ্জামান খান আসাদ, এনটিভির নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ কম্বল বিতরণ করা হয়।
এনটিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান এলাকাবাসী।