কংস নদ থেকে শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনা সদর উপজেলার কংস নদ থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের কংস নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত কবিতা দেবনাথ (৪) গ্রামের গোবিন্দ দেবনাথের মেয়ে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নির্মল কুমার দাস জানান, কবিতা সকালে মায়ের সঙ্গে নদে স্নান করতে যায়। এ সময় সে মায়ের অজান্তে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন দুপুর দেড়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে বলে জানান নির্মল কুমার।