ময়মনসিংহে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

ময়মনসিংহের ঢোলাদিয়া এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
ময়মনসিংহের সদর উপজেলার ঢোলাদিয়া এলাকা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে নবজাতককে উদ্ধার করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামিউল।
বদরুল আমিন নামের স্থানীয় এক গণমাধ্যমকর্মী বলেন, ঢোলাদিয়ার একটি মসজিদ ও বেকারির মাঝখানের খালি জায়গায় নবজাতককে রাখা হয়েছিল। ভোরে মুসল্লিরা নামাজ থেকে বেরিয়ে নবজাতকটির কান্না শুনতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
উদ্ধারের পর শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই সামিউল। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, নবজাতক এখন সুস্থ আছে।