ময়মনসিংহে অস্ত্রসহ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের আকুয়া এলাকা থেকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার খালিদ। ছবি : এনটিভি
ময়মনসিংহের আকুয়া এলাকা থেকে খালিদ (২১) নামের এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
ময়মনসিংহ র্যাব ১৪-এর কোম্পানি কামান্ডার মেজর শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকুয়া ডনমোড় এলাকায় অভিযান চালায় র্যাব। পরে আজ বিকেল ৫টায় খালিদকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া খালিদ ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে এলাকাবাসী।