মহানন্দায় ভেসে উঠল যুবকের লাশ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে মহানন্দা নদী থেকে আজ রোববার মোহাম্মদ তুহিনের লাশ উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচরে মহানন্দা নদী থেকে মোহাম্মদ তুহিন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে লাশটি উদ্ধার করা হয়। নিহত তুহিন রেহাইচর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, আজ ভোরে মহানন্দা নদীতে তুহিনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তুহিনের স্ত্রী মরদেহ শনাক্ত করেন।
কবির হোসেন আরো জানান, নিহত তুহিনের নাক ও কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে লাশ নদীতে ফেলে গেছে।
লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।