পেকুয়ায় অস্ত্রসহ ২ কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। রোববার (১৭ আগস্ট) পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলো— লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রবিউল হাসান (১৭) ও হৃদয় হোসেন (২২)।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী আজ বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেকুয়া থানার এসআই সুনয়ন বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়। এ সময় সিএনজি আরোহী ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা একটি ব্যাগে কাপড় মোড়ানো অবস্থায় তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা ব্যক্তিরা স্বীকার করেছে, তারা মহেশখালী থেকে অস্ত্রগুলো কিনে লক্ষ্মীপুরের অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে পেকুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।