মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকাসক্ত ছেলের ভয়ে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিলেন এক অসহায় বাবা। রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাব্দেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের দিনমজুর বাবা বাবুল হোসেন (৫০) নিজ হাতে ছেলেকে বেঁধে পুলিশের হাতে তুলে দেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল হোসেনের তিন সন্তানের মধ্যে বড় ছেলে হাছান (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। দুই সন্তানের জনক হাছান মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবা ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। কিছু দিন আগে তার ঘরে আরও একটি নবজাতকের জন্ম হলেও সেই নিষ্পাপ সন্তানের হাসিও তাকে মাদকের নেশা থেকে ফিরিয়ে আনতে পারেনি।
রোববার সকালেও হাছান মাদকের টাকার জন্য মা আম্বিয়া বেগম ও বাবা বাবুল হোসেনকে মারধর করেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরে স্থানীয়রা তাকে বেঁধে রেখে ইউপি সদস্য লিটন হোসেনকে খবর দেন। তার পরামর্শেই ঘটনাটি পুলিশকে জানানো হয়।
হাছানের মা আম্বিয়া বেগম বলেন, ‘আমরা অতিষ্ঠ হয়ে গেছি। ছেলে-মেয়েরা খুন করলেও মা-বাবা তাদের পক্ষ নেন কিন্তু এ ছেলে আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। যারা তার হাতে মাদক তুলে দিয়েছে, তারাই আসল অপরাধী।’
ইউপি সদস্য লিটন হোসেন বলেন, এই ছেলেকে একাধিকবার পুলিশে দেওয়া হয়েছে। মাদকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে। সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, অভিযুক্ত হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।