ময়মনসিংহে যুবলীগকর্মীকে হত্যা : দ্বিতীয় স্ত্রীর ফাঁসির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ মহানগর যুবলীগের কর্মী শফিকুল ইসলাম শপু হত্যা মামলায় গ্রেপ্তার দ্বিতীয় স্ত্রী আফরোজা খান ইতির দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার সকালে নগরীর আকুয়া বাঁশবাড়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গাঙিনারপাড় ট্রাফিকমোড়ে এসে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নিহত শপুর মা নুরুন নাহার, প্রথম স্ত্রী মাহমুদা, বড় ভাই রফিকুল ইসলাম ও বোন ইয়াসমিন আক্তার।
প্রথম স্ত্রী মাহমুদা আক্তারকে রেখেই শফিকুল আফরোজা খান ইতি নামের আরেক নারীকে বিয়ে করেন। কথা ছিল প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবেন না শফিকুল। কিন্তু সন্তানের মায়ায় কথা রাখতে পারেননি তিনি। প্রথম স্ত্রী ও সন্তানের সঙ্গে সম্পর্ক রাখায় ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতি গত ১১ জুন রাতে শফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে গুম করেন। ১৩ জুন দুপুরে শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করে আফরোজা শেখ ইতিকে। পরে স্বামী হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন ইতি।