ধলেশ্বরী নদীতে বেড়াতে গিয়ে শিশু নিখোঁজ

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলী পূর্বপাড়া এলাকার ধলেশ্বরী নদীতে বেড়ানোর সময় নৌকা থেকে পড়ে আলামিন হোসেন (৬) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আলামিন ঢাকুলী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
ঢাকুলী পূর্বপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, বিকেলে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে দাদার সঙ্গে বেড়াতে যায় শিশু আলামিন। বেড়ানোর এক ফাঁকে ডিঙ্গি নৌকা থেকে নদীতে পড়ে যায় সে। এ ঘটনার পর স্থানীয়রা আলামিনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা।
মানিকগঞ্জ ফায়ার স্টেশন অফিসের ডিউটি অফিসার সানি চৌধুরী (ফায়ারম্যান) বিষয়টি নিশ্চিত করে জানান, ধলেশ্বরী নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।