বরিশালে বিএনপির প্রার্থীর সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক

বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারসহ অন্যরা। ছবি : এনটিভি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বরিশাল এসেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।
শনিবার পাঁচ সদস্যের প্রতিনিধি দলের প্রধান জেসন গিলপিন সাংবাদিকদের বলেন, তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে বরিশালে এসেছেন। পর্যবেক্ষণ শেষে তারা চলে যাবেন। এর বেশি কিছু জানাতে সাংবাদিকদের কাছে অস্বীকৃতি জানান তিনি।
এদিকে শনিবার সকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলটি বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন।
সকাল ১০টা থেকে প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে প্রতিনিধিদল সরোয়ারের বাসা ত্যাগ করেন। তবে তারা এ বিষয়ে গণমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া জানাননি।