রাজশাহী-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির রাজশাহী মহানগর শাখার নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে এই আসনে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
আজ বুধবার (৯ জুলাই) দুপুর দেড়টায় পার্লামেন্টারি বোর্ডের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শাহাদাৎ হোসাইন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ সদর (সিটি কর্পোরেশন এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ড বিশিষ্ট চিকিৎসক ও রাজশাহী মহানগরীর নায়েব আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করেছে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজশাহীর বাকি পাঁচ সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করে জামায়াতে ইসলামী। তারা হলেন—রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াডাঙ্গা থানা জামায়াতের শূরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের রুকন ডা. আব্দুল বারি সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।