জামায়াতে ইসলামীতে যোগ দিলেন যুবদলনেতা

মো. মাহতাব হোসাইন। ফাইল ছবি
নওগাঁর ধামইরহাটে বিএনপির রাজনীতি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন যুবদলনেতা মো. মাহতাব হোসাইন।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উপজেলার খেলনা বাজার জামে মসজিদে এশার নামাজ শেষে উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. মেহেদী হাসানের কাছে সহযোগী সদস্য ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
মাহতাব হোসাইন দীর্ঘদিন খেলনা ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলনা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মো. আব্দুর রহিম, ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ নাহিদ প্রমুখ।