২০০ আসনে নিজেদের প্রার্থীকে মনোনয়ন দেবে জাপা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে, প্রাথমিকভাবে প্রায় ২০০ আসনে নিজেদের প্রার্থীকে মনোনয়ন দেবে জাতীয় পার্টি। যথাযথ যাচাই-বাছাই এবং ১৪দলের সঙ্গে সমঝোতার পরই চূড়ান্ত তালিকা ঘোষণা করবে দলটি।
আজ সোমবার দলীয় চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে ১৪ দলের সাথে জোটবদ্ধ হয়ে মহাজোটের অধীনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। তবে কৌশলগত কারণে এখনই জাতীয় পার্টি থেকে কারা মনোনয়ন পাচ্ছে, তা প্রকাশ করা হচ্ছে না। তবে কয়েকদিনের মধ্যেই প্রায় ২০০ আসনে নিজেদের প্রার্থীদের মনোনয়ন দেবে দলটি।’
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘দুইশোর কাছাকাছি মনোনয়ন আমরা দাখিল করছি। আমাদের দল এত বড় যে ৪০টা, ৫০টা ১০০টা আমরা সামাল দিতে পারছি না। সেজন্য পথ খোলা থাকবে। এটা ওপেন থাকবে। আমরা আমাদের প্রার্থী মনোনয়ন দেব। স্ক্রুটিনি করার পর আমরা কে কোথায় থাকি তা পরিষ্কার করে বলা হবে।’