খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বেলা ১১টায় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বিএনপির অঙ্গসংগঠন জেলা স্বেচ্ছাসেবক দল।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম।
সমাবেশে কথা বলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবসহ অন্যরা।
নিজেদের বক্তব্যে বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, খালেদা জিয়া ছাড়া এদেশে জাতীয় নির্বাচন করতে দেওয়া হবে না।
এ সময় সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার আহ্বান জানান নারায়ণগঞ্জ বিএনপির নেতারা।