আজ সারা দেশে বিক্ষোভ করবে এনসিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৯টায় খুলনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৭ জুলাই) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। এ ছাড়া আমাদের শিডিউল অনুযায়ী পথসভাও অনুষ্ঠিত হবে। আমাদের পথসভাগুলো অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ফরিদপুর থেকে শুরু হবে। মাদারীপুরের পথসভা পরবর্তীতে করা হবে।
এনসিপির ওপর হামলার প্রতিবাদ করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল। তাদের ধন্যবাদ জানিয়ে নাহিদ বলেন, ‘আমাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে অনেক রাজনৈতিক দল ও সংগঠন। তাদেরকে ধন্যবাদ।’ একইসঙ্গে ওই পথসভায় আহত সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি।