জলাবদ্ধতার দায় ব্যবসায়ীদের নিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীতে জলাবদ্ধতার দায় শুধু সরকার বা সিটি করপোরেশনকে দিলে হবে না, ব্যবসায়ীদেরও এর দায় নিতে হবে। ব্যবসায়ীরা জলাশয় ভরাট করে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করার কারণেই অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
urgentPhoto
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নতুন সভাপতি আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বে সংগঠনের নেতারা আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে যান। তখন প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নতুন কমিটিকে অভিনন্দন জানান। এ সময় দেশের ব্যবসা-বাণিজ্যের বেশ কিছু সম্ভাবনা ও সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন ব্যবসায়ী নেতারা।
প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায়ীরা বড় বড় বিল্ডিং বানালেন। আপনার বিল্ডিংয়ের সামনে একটা নর্দমা থাকার দরকার আপনি রাখেন নাই। পারলে ফুটপাতটা আপনি র্যাম্প হিসেবে করতে নিয়েছেন, ফুটপাতও রাখেননি। এ ডোবা-খালগুলো নেওয়ার আগে, ভরাট করার আগে, আপনি কি চিন্তা করেছেন যে, ঘনবৃষ্টি হলে ডোবা-খালগুলো আমার দরকার? কিন্তু সে খাল-পুকুর কোনো কিছুই তো রাখেননি। সব ভরাট করে বিল্ডিং বানায়ে বিক্রিটিক্রি করে ব্যবসা করে নিয়েছেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘নাম আর বলতে চাই না। জমি দিলাম বিল্ডিং করার জন্য। বলেই দিলাম, (বিল্ডিং) করার সময় রাস্তা সঙ্গে থাকতে হবে। খালে যেন (বিল্ডিং) না হয়। সাত বছর ক্ষমতায় ছিলাম না, এসে দেখি বিল্ডিং খালের ভেতরে। তারপরে সেখানে আবার ব্রিজও করা হয়েছে। ব্রিজ করে খাল বানানোর অর্থটা হচ্ছে বাকি জায়গাগুলোও ভরাট করে দিয়ে সেখানে বিল্ডিং করা।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘অতীতে যারা সরকারে এসেছে তারা নিজেরা নিজেদের ব্যবসা করা নিয়ে বেশি ব্যস্ত ছিল। দেশের সম্পদ বৃদ্ধি করা, দেশের উন্নতি করা, দেশের ব্যবসা সম্প্রসারণ করা, সেটা যতটা না করেছে তত বেশি তাদের চেষ্টা সব সময় নিজেদের ব্যবসা করা।’
সভায় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ব্যাংকের সুদের হার কমানো থেকে শুরু করে বেশ কিছু খাতের উন্নয়নে সরাসরি প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। অতীতে সরকার বেশি দামে জ্বালানি তেল কিনে কম দামে দেশে বিক্রি করেছে বলে সরকারের এ খাতে প্রায় ৩৮ হাজার কোটি টাকার দেনা তৈরি হয়েছে। সহসাই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে ব্যবসায়ীদের জানান প্রধানমন্ত্রী।