নিষেধ অমান্য করে কোচিং খোলা, ১১ শিক্ষক আটক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ১১ শিক্ষককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তিনশ টাকার স্ট্যাম্পে মুচলেকা নিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান জানান, পরীক্ষা চলাকালীন তিনটি কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় বিদ্যাপীঠ কোচিং সেন্টারের শিক্ষক তালহা জোবায়ের (২৫), জাবের আহমেদ (২২), মজিবুর রহমান (২৮), জান্নাতুল ফেরদৌস (২৮) ও আমির আহমেদ (২৪), স্টার কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন (২৯), সিরাজুল ইসলাম (৬০) ও লিটন চন্দ্র রায় (২৫), মডার্ন একাডেমির নাসির হায়দার (৫০), মুনমুন ঘোষ (২৬) ও কামরুল ইসলামকে (৫০) আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
দেশে প্রশ্নফাঁস রোধ করতে চলমান এইচএসসি পরীক্ষার শুরুর আগেই কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত দেশের কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে কেউ স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়। তবে শুধু কেন্দ্র সচিব একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।