মুন্সীগঞ্জ থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকার নাসিরউদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে সাতটি ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। ছবি: এনটিভি
মুন্সীগঞ্জ থেকে সাতটি তাজা ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধার করেছেন র্যাব-১১-এর সদস্যরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের মানিকপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ র্যাব-১১-এর সিনিয়র কর্মকর্তা মাসুদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মানিকপুর এলাকার ছামসু মিয়ার গ্যারেজের পেছনে সৌদিপ্রবাসী নাসিরউদ্দিনের বাড়ির রান্নাঘর থেকে সাতটি ককটেল ও দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো নাশকতা সৃষ্টির জন্য সেখানে মজুদ রাখা হয়েছিল। কে বা কারা এসব মজুদের সঙ্গে জড়িত, তা শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান মাসুদ আনোয়ার।