দেড় কোটির শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ বিজিবির

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে দেড় কোটি টাকার শাড়ি ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ৬০ বিজিবি ব্যাটালিয়ন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায়।
ক্ষুদে বার্তায় বলা হয়, চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে মঈনপুর বিওপির সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে প্রায় ৬৫ লাখ ১৭ হাজার ৬০০ টাকার ৩৩০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি এবং তিন হাজার ৬৫২টি মোবাইল ফোনের ডিসপ্লে। এসব মালামাল অবৈধভাবে দেশে আনা হচ্ছিল বলে জানায় বিজিবি। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ক্ষুদে বার্তায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানের বরাতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারির ফলে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।
মো. জিয়াউর রহমানের বরাতে ক্ষুদে বার্তায় আরও জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বিজিবির এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।