শিবিরের কেন্দ্রীয় নেতা ময়মনসিংহে গ্রেপ্তার

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহকে (৩৯) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিএনপির আরো তিন কর্মীসহ মোট ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেন্টারের উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার জানিয়েছেন।
আটক বিএনপির কর্মীদের মধ্যে রয়েছেন মোফাজ্জাল হোসেন, হাফিজ উদ্দিন ও আবুল কালাম আজাদ। বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামি।
এঁদের মধ্যে শিবিরের নেতা মুনতাছিরকে আটক করা হয়েছে পাগলা থানা এলাকা থেকে।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান দাবি করেন, ‘গতকাল সন্ধ্যায় মুনতাছির বিল্লাহসহ চারজন নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার জন্য ব্রহ্মপুত্র নদের পাড়ে সভা করছিলেন। গোপন খবরের ভিত্তিতে সেখান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোতোয়ালি মডেল থানায় ১০ জন, মুক্তাগাছায় তিনজন, ফুলবাড়িয়ায় একজন, ভালুকায় পাঁচজন, গফরগাঁওয়ে দুজন, পাগলা থানায় চারজন, গৌরীপুরে দুজন, ঈশ্বরগঞ্জে চারজন, নান্দাইলে তিনজন, ফুলপুরে দুজন, হালুয়াঘাটে দুজন, ধোবাউড়ায় দুজন এবং তারাকান্দায় সাতজনকে আটক করা হয়েছে।