দলে বিভেদ সৃষ্টিকারীরা জাসদের মতো বিলীন হয়ে যাবে : রাজ্জাক

যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন ও কোন্দল করেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ওই জাসদের বৈজ্ঞানিক সমাজতান্ত্রিকরা যেমন বিলীন হয়ে গেছে ঠিক তেমনিভাবে যারা ষড়যন্ত্র করবে তাদেরও পরিণতি তাই হবে।
আজ রোববার দুপুরে ময়মনসিংহের ভাষাসৈনিক রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস ছাত্তার, পাট ও বস্ত্রমন্ত্রী মীর্জা আজম, সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ফাহমী গোলন্দাজ বাবেল ও আনোয়ারুল আবেদিন খান তুহিন, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট এ বি এম নূরুজ্জামান খোকন প্রমুখ।
আবদুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর কিছু বিপথগামী যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে জাসদ করেছিল, তারা বিলীন হয়ে গেছে ইতিহাস থেকে। তাদের কোনো আদর্শ ছিল না। তারা বঙ্গবন্ধুর আদর্শে আলোকিত ছিল। যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, যারা কোন্দল করে, কলহ করে, তাদের উদ্দেশে বলতে চাই, জাসদের সমাজতান্ত্রিকরা যেভাবে বিলীন হয়ে গেছে, যারা ষড়যন্ত্র করবে তাদেরও পরিণতি তাই হবে।
আবদুর রাজ্জাক আরো বলেন, ২০১৮ সালের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। সাথে সাথে স্বাধীনতাবিরোধী শক্তি, রাজাকার-আলবদর, বিএনপি যারা দেশকে পাকিস্তান বানাতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।